স্মার্ট বাজার চালু করতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী

১৫ জানুয়ারি, ২০২৪ ১৩:০২  

উৎপাদক ও আমদানিকারক থেকে ভোক্তার মধ্যে পণ্য সরবরাহে শৃঙ্খলা আনতে সহসাই স্মার্ট বাজার সিস্টেম চালু করতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী এহসানুল ইসলাম টিটু। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মজুতদারদের শক্ত হাতে দমন করা হবেও বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সবসময় একটি চ্যালেঞ্জিং কাজ। ইউক্রেন-রাশিয়া ও ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে বাজার ব্যবস্থাপনার খরচ বেড়েছে। যার প্রভাব আমাদের বাজারেও পড়েছে। আমরা চাই নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে। যাতে সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা এ বছর থেকে ‘স্মার্ট বাজার ব্যবস্থা’ চালু করতে চাই। যাতে উৎপাদনকারী থেকে ভোক্তা, আমদানিকারকদের থেকে ভোক্তা, এর মধ্যে যেন কোনও হস্তক্ষেপ না থাকে। আপনারা জানেন, অনেক পণ্যের জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হয়। আমাদের কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে করা। আর সেটা আমরা করবো, এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারি।

রোববার (১৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সচিবালয়ে প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।